সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আবদুল আউয়াল খান (৬০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিকারকান্দি গ্রামে গত বুধবার স্থানীয় দুই দলের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে পুরস্কার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে শনিবার সালিস হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বিকেলে আবার দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। সন্ধ্যায় সংঘর্ষে গুরুতর আহত আবদুল আউয়াল খানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টায় আউয়াল খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।
সংঘর্ষের ঘটনায় আবদুর আউয়াল খান নামের একজন নিহত হয়েছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।মো. মিজানুর রহমান, পুলিশ সুপার, সুনামগঞ্জ
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় আবদুর আউয়াল খান নামের একজন নিহত হয়েছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।