সুনামগঞ্জে ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জ জেলার ম্যাপ
সুনামগঞ্জ জেলার ম্যাপ

সুনামগঞ্জের ছাতক উপজেলার পিয়াইন নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. গোলাম কবির এই জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাতক উপজেলায় পিয়াইন নদীর ইসলামপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার বিকেলে দুটি ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন কিছু লোক। খবর পেয়ে ইউএনও মো. গোলাম কবির সেখানে গিয়ে ড্রেজার দুটি জব্দ করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজারের মালিক মো. জালাল আহমদকে এক লাখ ৫০ হাজার টাকা এবং অন্য ড্রেজারের মালিক সিরাজুর রহমান ও মোহাম্মদ জুয়েলকে আরও এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। রাতেই জরিমানার টাকা আদায় করা হয়েছে।
ইউএনও মো. গোলাম কবির বলেন, ছাতকে নদ-নদী থেকে ড্রেজার দিয়ে বালু পাথর উত্তোলন, নদীর পাড় কাটা, টিলা কেটে বালু পাথর উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।