সুনামগঞ্জের ছাতকে ডোবায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম খসরু মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের আলতাব আলীর ছেলে। আজ রোববার ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে ওই গ্রাম থেকেই পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি ডোবায় মাছ ধরা নিয়ে খসরু মিয়া ও তাঁর চাচাতো ভাই মজু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রাতে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খসরু মিয়াসহ ১২-১৩ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রাতেই খসরু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মাছ ধরা নিয়ে এ ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ১২–১৩ জন আহত হয়েছেন। নিহতের লাশ হাসপাতালে আছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।