সুনামগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া একমাত্র নারী ছালমা আক্তার

ছালমা আক্তার চৌধুরী
 ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ৪টি উপজেলায় এখন পর্যন্ত ৩৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীক পাওয়া একমাত্র নারী প্রার্থী হলেন ছালমা আক্তার চৌধুরী। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে তাঁর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ছালমা আক্তার চৌধুরীর বাড়ি উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেছেন। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। জেলা মহিলা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত।

ছালমা আক্তার চৌধুরী বলেন, তাঁর স্বামী শামীম আহমদও ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি যুবলীগ করেছেন। সর্বশেষ জেলার মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ছিলেন। ৩ সেপ্টেম্বর তিনি একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর এক মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই আওয়ামী লীগের রাজনীতিতে এসেছি। তৃণমূলে কাজ করছি। মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতায় আশা করি আমার ইউনিয়নে নৌকা জয়ী হবে।’

সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ মহিলা চেম্বারের সভাপতি হুসনা হুদা বলেন, ‘আমাদের নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও নারী নেতৃত্বের বিকাশে আন্তরিক। আমরাও তাঁর আদর্শে মাঠপর্যায়ে কাজ করছি। তিনি আমাদের সহকর্মী ছালমা আক্তার চৌধুরীকে নৌকা প্রতীক দিয়েছেন, এটা তৃণমূলে নারী নেতৃত্বের প্রসারে অনুপ্রেরণা জোগাবে।’