সুনামগঞ্জে আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

সুনামগঞ্জের দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম এনামুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপির প্রার্থী আবদুল কাদির, সুরমা ইউপির প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, একই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা, গৌরারং ইউপির প্রার্থী সারোয়ার আহমদ এবং শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউপির প্রার্থী আবদুল বাছিত সুজন।

এনামুল কবির প্রথম আলোকে বলেন, দলের আরও কয়েকজনের বিষয়ে এ রকম সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাঁরা দলের পদে নেই বা অঙ্গ ও সহযোগী সংগঠনে থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, ভবিষ্যতে তাঁরা যেন দলীয় কোনো পদ না পান সেটিও খেয়াল রাখা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউপিতে আওয়ামী লীগের অন্তত ২৩ জন বিদ্রোহী প্রার্থী আছেন। এর মধ্যে অনেকেই দলের পদে নেই। আবার কেউ কেউ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনে আছেন।