সুনামগঞ্জের দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম এনামুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপির প্রার্থী আবদুল কাদির, সুরমা ইউপির প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, একই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা, গৌরারং ইউপির প্রার্থী সারোয়ার আহমদ এবং শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউপির প্রার্থী আবদুল বাছিত সুজন।
এনামুল কবির প্রথম আলোকে বলেন, দলের আরও কয়েকজনের বিষয়ে এ রকম সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাঁরা দলের পদে নেই বা অঙ্গ ও সহযোগী সংগঠনে থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, ভবিষ্যতে তাঁরা যেন দলীয় কোনো পদ না পান সেটিও খেয়াল রাখা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউপিতে আওয়ামী লীগের অন্তত ২৩ জন বিদ্রোহী প্রার্থী আছেন। এর মধ্যে অনেকেই দলের পদে নেই। আবার কেউ কেউ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনে আছেন।