সুনামগঞ্জে নতুন করে আরও ২২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন।
জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৭ জনে। এ পর্যন্ত মারা গেছেন দুজন।
শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় পাঁচজন, বিশ্বম্ভরপুর উপজেলায় তিনজন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুজন রয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মমদ শামস উদ্দিন বলেন, জেলায় এ পর্যন্ত ২৬৭ জন কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুজন। গত ১২ এপ্রিল জেলায় প্রথম কোভিড–১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়।