চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বগি লাইনচ্যুতির কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। চট্টগ্রামমুখী ট্রেন বিকল্পপথে (ঢাকামুখী লেনে) চলছে। উদ্ধারকারী ট্রেন আসার পর বেলা আড়াইটায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
ফৌজদারহাট স্টেশন সূত্রে জানা যায়, স্টেশন কার্যালয়ের সামনেই মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। ৩১টি বগির মধ্যে ১৩ ও ১৪ নম্বর এ দুটি বগির চাকার অংশ বগির অংশ থেকে খুলে বিচ্ছিন্ন হয়ে লাইনের বাইরে পড়ে যায়। রেলপুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ফৌজদারহাট স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের লাইনচ্যুত বগি দুটির চাকা খুলে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বেলা আড়াইটায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
ফৌজদারহাট স্টেশনমাস্টার মোবারক হোসেন বলেন, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ট্রেন চলাচল বন্ধ হয়নি। বগি দুটি কেন লাইনচ্যুত হয়েছে, তা তিনি বলতে পারেননি। বিষয়টি রেলের যান্ত্রিক বিভাগের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন বলে জানান তিনি।