চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির চাল থেকে পড়ে মো. মহসিন (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. মহসিনের বাড়ি মহালঙ্গা গ্রামেই। তাঁর মাহিন (৭) ও রায়হান (২) নামে দুই শিশুপুত্র রয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে আধা পাকা বাড়িটিতে টিনের চাল লাগানোর সময় পা ফসকে নিচে পড়ে মাথায় আঘাত পান তিনি।
নিহতের ভাই ওসমান গনি বলেন, আজ সকাল থেকে ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন মহসিন। বেলা পৌনে ১১টার দিকে আধা পাকা বাড়িটিতে টিনের চাল লাগানোর সময় পা ফসকে নিচে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।