চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পার্কের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কচ্ছপটি অবমুক্ত করেন।
মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় থেকে নুরনবী আরাফাত নামের এক ব্যক্তি কচ্ছপটি উদ্ধার করেন। আজ সকালে বিষয়টি বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার কাছ থেকে জানতে পেরে বন বিভাগের কর্মীদের সেখানে পাঠান। তাঁরা ওই বাড়িতে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে আনার পর পদ্মপুকুরে অবমুক্ত করা হয়।
নুরনবী আরাফাত প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির উঠানে কচ্ছপটি দেখেন তিনি। তারপর কচ্ছপটি উদ্ধার করে ঘরের ভেতর নিয়ে যান। আজ সকালে তিনি ইন্টারনেটে বন্য প্রাণী সংরক্ষণ শেরপুর কার্যালয়ের একটি নম্বর খুঁজে পান।
তাঁদের সঙ্গে যোগাযোগ করে তিনি চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার নম্বর জোগাড় করেন। বিষয়টি রেঞ্জ কর্মকর্তাকে জানানোর পর ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তাঁর সঙ্গে যোগাযোগ করে কচ্ছপটি নিয়ে আসার লোক পাঠান।
মোহাম্মদ আলমগীর জানান, এ প্রজাতির কচ্ছপ এখন সচরাচর দেখা যায় না। এটি এখন বিলুপ্তপ্রায়।
এর আগে গত ১৪ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ২৮টি বাচ্চা ইকোপার্কের মূল ফটক থেকে এক কিলোমিটার দূরে সুপ্তধারা ঝরনার পাশের একটি ছড়ায় অবমুক্ত করা হয়।