সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বিভাগে মোট এক হাজার ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
সিলেট বিভাগে গত ৫ এপ্রিল প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকে সংক্রমিত মানুষের সংখ্যা। গতকাল রোববার শনাক্ত হওয়া ৯৩ জনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় শনাক্ত হয়েছেন ২১ জন করে। মৌলভীবাজার জেলায় আছেন ৩০ জন। বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সিলেট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৫৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। গতকাল ১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১০০ জন। আইসোলেশনে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭৯ জন।
হবিগঞ্জে সংক্রমিত হয়েছেন ১৯২ জন। এর মধ্যে মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ৮৯ জন। গতকাল ছাড়পত্র পেয়েছেন দুজন। হাসপাতালের আইসোলেশনে করোনাভাইরাস সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন।
সুনামগঞ্জে সংক্রমিতের সংখ্যা ১৬৫ জন। সুস্থ হয়েছেন ৬১ জন। করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৬৬ জন।
মৌলভীবাজার জেলায় সংক্রমিত হয়েছেন ১২৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে করোনা নেগেটিভ হয়েছেন ২৭০ জন। বর্তমানে বিভাগে কোয়ারেন্টিনে আছেন ১২ হাজার ৮৩৩ জন। কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ১১ হাজার ৩৮৯ জন।