সিলেট নগরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির নেতা–কর্মীরা। এ সময় তাঁরা নগর রক্ষায় বাঁধ নির্মাণ করা প্রয়োজন বলে জানান। আজ বুধবার বিকেলে নগরের পাঁচটি ওয়ার্ডের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তাঁরা।
বেলা তিনটার দিকে মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতা–কর্মীরা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান। তাঁরা নগরের ১০, ১২, ১৩, ১৪ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্লাবিত এলাকা ঘুরে দেখেন এবং বানভাসি মানুষের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই বন্যাকবলিত মানুষের পাশে দলীয় নেতা-কর্মীদের দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ হতে জানানো হয়।
বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় মিফতাহ সিদ্দিকী বলেন, নদী নাব্যতা হারিয়েছে। শহর রক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। পরিস্থিতি ও সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত এলাকায় শুকনা খাবার, ওষুধ ও পানি বিএনপির পক্ষ থেকে সরবরাহ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
প্লাবিত এলাকা পরিদর্শনের সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, সদস্য সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সাব্বির আহমদ, বিএনপি নেতা হাজি জাহাঙ্গীর আলম, আবদুস সামাদ, আলী হোসেন, সেলিম মাহমুদ, রিয়াজ উদ্দিন, শাহিন আহমদ, শফিকুর রহমান, রফিকুল বারী, জালাল উদ্দিন, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, সাকের আহমদ, ফয়সল আহমদ, সুহেল আহমদ, মারুফ টিপু, আবদুল মুকিত, দবির আহমদ, ওমর ফারুক, বাবর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।