সিলেট নগরের বন্যাকবলিত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকস্মিক বন্যার কারণে সিলেট নগরের উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর ও আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে পানিতে বিদ্যুতের কোনো তার, খুঁটি কিংবা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পড়ে থাকলে অথবা গাছপালা বিদ্যুতের লাইনে পড়লে সেটি স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
এমন পরিস্থিতিতে বিষয়টি দ্রুত বিদ্যুৎ বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য মুঠোফোনের দুটি নম্বরে কল করা যাবে। এ দুটি নম্বর হচ্ছে ০১৬২৫০৩৮৭৮৪, ০২৯৯৬৬৩৩১৭৩।
যোগাযোগ করা হলে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন প্রথম আলোকে বলেন, বন্যার সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।