সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড অব কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। আজ মঙ্গলবার বিকেলের দিকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাসুম আলম বকসী। তিনি জানান, কমিটির আহ্বায়ক হলেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ট্রান্সমিশন ২)-এর প্রধান প্রকৌশলী সাইফুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম মিজানুর রহমান, মোহাম্মদ ফয়জুল কবির ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (শ্রীমঙ্গল) নির্বাহী প্রকৌশলী আব্বাস উদ্দিন।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।