সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার আরটি–পিসিআর যন্ত্র বিকল হওয়ায় এক দিন বন্ধ ছিল বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা। তবে এক দিন পরই আজ রোববার থেকে বিকল্প উপায় হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি–পিসিআর যন্ত্রের সাহায্যে আবার পরীক্ষা শুরু করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের আরটি–পিসিআর যন্ত্রে ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ রাখা হয়। এতে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা ব্যহত হয়। গতকাল শনিবার সিলেট সিভিল সার্জন কার্যালয় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নিবন্ধন বন্ধ রাখে। করোনা পরীক্ষার জন্য নিবন্ধন করতে আসা বিদেশগামী যাত্রীদের ঢাকায় গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনায় বিদেশগামী যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে করোনা পরীক্ষার জন্য বিকল্প উপায় বের করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের আরটি–পিসিআর ল্যাবের করোনা পরীক্ষায় নিযুক্ত থাকা একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে করোনা পরীক্ষায় সহযোগিতা করছে।
আজ রোববার সকাল থেকে সিলেট সিভিল সার্জনের আওতায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নিবন্ধন নেওয়া হয়েছে। আজ সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৪৪ জন বিদেশগামী যাত্রী করোনা পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী অরুন কুমার চৌধুরী প্রথম আলোকে জানান, ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে চিকিৎসকদের তত্ত্বাবধানে শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। ওসমানী মেডিকেলের যন্ত্রটি ঠিক হলে সেটি পুনরায় ওই ল্যাবে পরীক্ষা করানো হবে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের অধ্যক্ষ ও সিলেটে করোনাভাইরাস শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, মেডিকেলের করোনা পরীক্ষার যন্ত্রটি বিকল থাকায় বিদেশগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, সেটি ঠিক। এ জন্য বিদেশগামী যাত্রীদের ভোগান্তি কমাতে তাঁদের তত্ত্বাবধানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো হচ্ছে। তিনি আরও বলেন, মেডিকেলেরে আরটি–পিসিআর ল্যাব মেরামতের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীসহ একটি দল সিলেটে এসেছে। তারা যন্ত্রটি দ্রুত মেরামত করে আবার চালুর জন্য কাজ করছে এবং আশা করছে, দু–এক দিনের মধ্যে যন্ত্রটি আবার চালু করতে পারবে।
সিলেটে র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ ফল এসেছে ছয়জনের। নেগেটিভ ফল এসেছে নয়জনের। আজ দুপুর ১২টার দিকে নমুনা নেওয়া শেষে বেলা দেড়টার মধ্যে পজিটিভ ফল আসা ব্যক্তিদের ফলাফল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, নেগেটিভ ফল আসা নয়জনের নমুনা আরটি–পিসিআর ল্যাবে পরীক্ষা করানোর জন্য রাখা হয়েছে। তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর যন্ত্র বিকল থাকায় সেগুলো আপাতত করা হচ্ছে না। যন্ত্র সচল হলে সেখানে নেগেটিভ ফল আসা ব্যক্তিদের পুনরায় পরীক্ষা করা হবে।