বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসবের সিলেট অঞ্চলের আয়োজন আজ শনিবার শুরু হয়েছে। সিলেট নগরের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকাল নয়টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
এর আগে জাতীয় পতাকা ও বিজ্ঞান উৎসবের পতাকা উত্তোলন করা হয়।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আবদুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, বিকাশের হেড অব রেগুলেটারি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার কর্মকর্তা হুমায়ূন কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের প্রভাষক চৌধুরী আবুল আনাম রাশেদ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জহির আহমদ প্রমুখ।
উৎসবের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা দলগতভাবে প্রকল্প উপস্থাপন করছে। থাকছে বিজ্ঞানবিষয়ক কুইজ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানা আয়োজন।