সিলেটের দক্ষিণ সুরমায় গাঁজা সেবনের পর নিজেদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন। তাঁর নাম ফরিদুল ইসলাম (২৬)। এ ঘটনায় দুজনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা-পুলিশ।
গতকাল রোববার রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার আবদুস সবুরের কলোনির একটি ভাড়া বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার বাসিন্দা জিয়ারুল (২৫), মুন্সিপাড়ার বাসিন্দা বুলবুল ইসলাম (৩০)। জিয়ারুলের গ্রামের বাড়ি রংপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার ওই বাড়িতে ফরিদুল ইসলামসহ চারজন রিকশাচালক গাঁজা সেবন করেন। পরে তাঁদের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফরিদুল ইসলাম ডান পায়ে ছুরিকাহত হন। পরে অন্যরা তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, ফরিদুল ইসলাম অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। আজ সোমবার সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।