সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা ২ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২১১।
একই সময়ে ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৬। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৮৪। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০–এর ওপরে অবস্থান করছে। এর মধ্যে ২৬ জানুয়ারি শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ৪৯। ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় সেই হার আরও কমে ১৫–এর নিচে এসে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৫ জনের মধ্যে সিলেট জেলার ১৬৮ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজার জেলার ১৫ জন। সিলেট বিভাগে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগী ১৬৪ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সেই হার কমতে শুরু করে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব ও ঘর থেকে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।