সিলেটে গোয়াইনঘাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ফতেহপুর ইউপির প্রার্থী আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক এবং ডৌবাড়ি ইউপির প্রার্থী এম নিজাম উদ্দিন, নন্দীরগাঁও ইউপির প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম এবং উপজেলা যুবলীগের সদস্য ও লেঙ্গুরা ইউপির প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল।
শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত সোমবার ছয় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। গতকাল রাতে গোয়াইনঘাট উপজেলার আরও চারজনকে একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে যাঁরাই দলীয় প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন এবং প্রার্থীর বিরোধিতা করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সোমবার রাতে দক্ষিণ সুরমা ও জৈন্তাপুরের পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।