সিরাজগঞ্জে মাদক মামলায় এক বৃদ্ধার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ফেনসিডিল রাখার দায়ে তাঁকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই বৃদ্ধার নাম রহিমা আক্তার ওরফে হারানী (৬২)। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লায় মৃত আবুল কালাম আজাদের স্ত্রী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুর রহমান বলেন, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে পৌর শহরের মাহমুদপুর মহল্লায় রহিমা আক্তারের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। এই মামলায় ৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।