নাটোরের সিংড়া পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন। রোববার বেলা তিনটার দিকে পৌরসভার নিংগইন এলাকায় এ ঘটনা ঘটে।
সিংড়া পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান এজেন্ট ও উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মজিবুর রহমান জানান, তাঁরা দুপুর থেকে বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলামের পক্ষে নিংগইন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। বেলা তিনটার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌসের কর্মী মানিক হোসেন, রতন আলী, ফারুক হোসেন ও সজিব হোসেন তাঁদের ওপর সশস্ত্র হামলা করেন। তাঁরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ওরফে মিলনের (২০) মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার সময় হামলাকারীরা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিনকেও মারধর করেন। অন্যরা পালিয়ে জীবন রক্ষা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।
ঘটনার পর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী শেখ ওহিদুল হক সন্ধ্যায় বলেন,‘সারা দিন আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কাজে ব্যস্ত ছিলাম। হামলার কোনো খবর শুনিনি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম জানান, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।