ঢাকার সাভারে ছয় মাসের এক শিশু, শিল্প পুলিশের এক সদস্যসহ নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৯১। নতুন আক্রান্তদের মধ্যে ছয় মাসের এক শিশু ও শিল্প পুলিশের এক সদস্য রয়েছেন। শিশুটির বাবাও করোনায় আক্রান্ত।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গতকাল মঙ্গলবার ৪৯টি নমুনা সংগ্রহ করে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা করে পাঁচজনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, গতকাল পর্যন্ত সাভারে ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছয় মাসের এক শিশু, শিল্প পুলিশের একজন কনস্টেবলসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন। শিশুটির বাবা সাভারে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট। তিন দিন আগে পরীক্ষা করে তাঁর (সার্জেন্ট) করোনা পজিটিভ পাওয়া যায়। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তবে শিশুটির মায়ের করোনা নেগেটিভ এসেছে।