ঢাকার সাভারে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ৮৩।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ৬১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৭ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়; যাঁদের মধ্যে কয়েকজন পোশাকশ্রমিক রয়েছেন।
কয়েকজন চিকিৎসক বলেন, সাভারে দেড় হাজারের মতো শিল্পকারখানা রয়েছে, যার অধিকাংশই পোশাক কারখানা। কারখানাগুলোতে কয়েক লাখ শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের অধিকাংশই কারখানার ভেতরে ও বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন না। এরপর আবার তাঁরা গা–ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বা বসে আন্দোলন করছেন। এসব কারণে সাভারে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, পোশাক কারখানা খুলে দেওয়ায় সাভার করোনার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বিপণিবিতান খুলে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিল।