সাভারে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

ঢাকার সাভারে গতকাল বুধবার রাতে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার সাইদুল হক (৫৮) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই শিশুর মা ও বাবা পোশাক কারখানায় চাকরি করেন। তাঁরা থাকেন উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশুটির মা ও বাবা প্রতিদিনের মতো মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে যান। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে সাইদুল টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে তাঁর কক্ষে নিয়ে ধর্ষণ করেন। কর্মস্থল থেকে বাসায় ফেরার পর মেয়ের কাছ থেকে সব শুনে শিশুটির মা রাতেই সাভার থানায় গিয়ে মামলা করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে পুলিশ সাইদুল হককে গ্রেপ্তার করে।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, সাইদুল হককে ওই শিশুর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।