সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শামসুর রহমান পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, শামসুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যা ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। এরপর দেশে ফিরে এসেছে বেশ কিছুদিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
শামসুর রহমান ১৯৪০ সালের ১০ মার্চ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর শানিরদিয়াঢ় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এই বীর মুক্তিযোদ্ধা পরপর পাঁচবার পাবনা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।