বগুড়ার সান্তাহার পৌরসভা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার হেমতখালী এলাকায় বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানায় এ ঘটনা ঘটে। পরে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।
আজ বেলা সোয়া ২টার দিকে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, একটু আগে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই কারখানার শ্রমিক।
এর আগে বেলা দেড়টার দিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে বগুড়া ও নওগাঁর ছয়টি ইউনিট কাজ করছে।