গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, কামারপাড়া ও জামালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করেন এ তিন ইউনিয়নের বাসিন্দারা।
এর আগে উপজেলা শহরের চারমাথা থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বনগ্রাম ইউপির সাবেক সদস্য শাহাজাহান সরকার ও বর্তমান সদস্য শাহ আলম, উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কামারপাড়া ইউপির সাবেক সদস্য শাহাজাহান মিয়া, এলাকাবাসীর পক্ষে ফজলুল কাফি, মেহেদি হাসান প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ২৫ এপ্রিল এই তিন ইউনিয়নসহ দেশের কয়েকটি জেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি সাদুল্লাপুর পৌরসভা বাস্তবায়নে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নের ১৬টি গ্রামকে শহর ঘোষণা ও সীমানা নির্ধারণসংক্রান্ত দুই দফায় দুটি গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর এই তিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ মে এই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বক্তারা বলেন, তফসিল ঘোষণার পর তিনটি ইউনিয়নে ভোটের উৎসব শুরু হয়েছিল। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় এলাকা মুখর হয়ে উঠেছিল। হঠাৎ করে নির্বাচন স্থগিত করায় জনগণ ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।