সাত দিনের সাজা শেষ বিকেলে, সকালে হাজতির মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

মাদক সেবনের দায়ে সাত দিনের সাজা মাথায় নিয়ে নীলফামারী জেলা কারাগারে এসেছিলেন রাজা ইসলাম (২৫)। সাজার মেয়াদ শেষে আজ সোমবার বিকেলে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগেই ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টায় তাঁর মৃত্যু হয়।

রাজা ইসলাম সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা গ্রামের মো. সেলিমের ছেলে। সাত দিন ধরে তিনি নীলফামারী কারাগারে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর মাদক সেবনের অভিযোগে রাজাকে সাত দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এরপর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

নীলফামারী জেলা কারাগারের সুপার জাবেদ মেহেদী জানান, সাত দিনের সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন রাজা ইসলাম। ৪ অক্টোবর সোমবার তাঁর সাজার মেয়াদ শেষ হয়। বিকেলে কারামুক্ত হয়ে তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল রায় বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হলে সকালে তাঁকে হাসপাতালে নিয়ে আসে কারাগার কর্তৃপক্ষ। এরপর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউপ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করেছে কারাগার কর্তৃপক্ষ। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে রাজার লাশ হস্তান্তর করা হয়েছে।