সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও ১৫১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলা প্রশাসন এ নিয়ে এ পর্যন্ত ২ হাজার ৫২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখার ব৵বস্থা করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ দিনে সাতক্ষীরা সদর উপজেলায় ২৫১ জন, আশাশুনি উপজেলায় ১৫৮, দেবহাটা উপজেলায় ২৩২, কালীগঞ্জ উপজেলায় ২৩৪, কলারোয়া উপজেলায় ৬৩১, শ্যামনগর উপজেলায় ৩১০ ও তালা উপজেলায় ২৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১৫১ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়।
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন কর্মকর্তা বিশ্বজিত সরকার বলেন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গিয়ে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্টধারীরা নিজ দেশে ফিরতে পারলেও লকডাউনের কারণে ভারতীয় পাসপোর্টধারীরা তাদের দেশে ফিরতে পারছেন না।