বঙ্গোপসাগরে মাছধরার ট্রলারে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে পাথরঘাটায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে তাঁদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার তাঁদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
সাতক্ষীরার ট্রলারমালিক হালিম বিশ্বাস বলেন, ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় তাঁর ট্রলারে করে জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় প্রায় ১৫ জন সেখানে হানা দেন। তাঁরা ট্রলারের মাছ ধরার জাল, দড়ি, সৌর ব্যাটারি, সোলার প্যানেল, খাদ্যসামগ্রীসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। বাধা দিতে গেলে তাঁর ট্রলারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা হয়েছে।
ওই ঘটনার পর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ইব্রাহিম আকন, হাসেল জমাদ্দার, রাসেল হাওলাদার, মিরাজ মোল্লা, শাহজাহান খান, আল আমিন, ইয়াসিন শেখ, বেলাল হোসেন, মনির ওরফে মঞ্জু মিয়া। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাঈদ আহমেদ বলেন, সাগরে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহরম আলী বলেন, ট্রলারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।