সাইবারগ্রিন পদ্ধতিতে ৯০ মিনিটে করোনা পরীক্ষা, দাবি যবিপ্রবির

করোনা পরীক্ষার নতুন ‘সাইবারগ্রিন’ পদ্ধতির উদ্ভাবনের দাবি করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন। সোমবার দুপুরে
প্রথম আলো

কম খরচে করোনাভাইরাস পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষকেরা। ‘সাইবারগ্রিন’ নামের এই পদ্ধতি ব্যবহার করে ১৪০ টাকায় মাত্র ৯০ মিনিটেই করোনাভাইরাস শনাক্ত করা যাচ্ছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কম খরচে করোনাভাইরাস শনাক্তের “সাইবারগ্রিন” নামের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে করোনা শনাক্ত করতে প্রতি নমুনার জন্য বাংলাদেশি টাকায় মাত্র ১৪০ টাকার মতো খরচ হবে। এর মধ্যে আরএনএ এক্সট্রাকশন কিট ১০ টাকা, আরটি-পিসিআর কিট ১২০ টাকা, প্রাইমার ৩ টাকা ও অন্যান্য খরচ ৭ টাকা ধরা হয়েছে। এই পরীক্ষায় সময় লাগবে মাত্র ৯০ মিনিট। একটিমাত্র টিউবেই এ পদ্ধতিতে করোনার বর্তমান ধরনগুলো শনাক্ত করা সম্ভব হবে।’ গবেষণাপত্রটি একটি পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বায়োইনফরমেটিকস টুলের মাধ্যমে আমরা দেখেছি, বর্তমানে সংক্রমণশীল করোনার বিভিন্ন ধরন শনাক্ত করা সম্ভব। শতাধিক নমুনা পরীক্ষা করে এর কার্যকারিতা যাচাই করা হয়েছে।
ইকবাল কবীর জাহিদ, যবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ইকবাল কবীর জাহিদ বলেন, ‘বায়োইনফরমেটিকস টুলের মাধ্যমে আমরা দেখেছি, বর্তমানে সংক্রমণশীল করোনার বিভিন্ন ধরন শনাক্ত করা সম্ভব। শতাধিক নমুনা পরীক্ষা করে এর কার্যকারিতা যাচাই করা হয়েছে।’

উপাচার্য আনোয়ার হোসেন বলেন, যশোর সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমাদের গবেষক দল সাম্প্রতিক নমুনাগুলো থেকে ভাইরাসের ভেরিয়েন্টগুলো হোল জিনোম সিকোয়েন্সিং এবং স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে চিহ্নিত করেছেন। ইতিমধ্যে পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) জমা দেওয়া হয়েছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান শিরিন নিগার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হাসান মো. আল-ইমরান, অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শোভন লাল সরকার, গবেষক তনয় চক্রবর্তী প্রমুখ।