নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ১০ বছর বয়সী একজন সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম মো. রিফাত (১০)। সে রায়পুরার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকার মো. মনির হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার একটু আগে রিফাত তাঁর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ১০টায় বীরগাঁও এলাকার আঞ্চলিক সড়কে সাইকেল চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে রায়পুরাগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত ইজিবাইকটি থামানোর চেষ্টা করেন। তখন ইজিবাইকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ইজিবাইকের জানালার কাচ ভেঙে রিফাতের শ্বাসনালিতে বিদ্ধ হয়।
উপস্থিত লোকজন ও পরিবারের সদস্যরা আহত রিফাতকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে রওনা হন। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বেলা সাড়ে ১১টায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিউলি দাস জানান, শিশু রিফাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।