সাতক্ষীরা–২ (সদর) আসনে সরকারি দলের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবিসহ ছয়জনের শরীরে আজ সোমবার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৩৯১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচজন ও তালা উপজেলার একজন আছেন। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১৬৮ জন এবং মারা গেছেন সাতজন।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, জেলা থেকে আজ পর্যন্ত দুই হাজার ৭৬৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইসিডিআর, খুলনা পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই হাজার ২৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। তাতে ৩৯১ জনের করোনা পজেটিভ ফল এসেছে।