মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাংসদ আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাইদ হায়দার। সাংসদ আব্দুস শহীদ বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন।
আহাদ মো. সাইদ হায়দার বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে স্যারের (আব্দুস শহীদ) বাসা থেকে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে। আজ সন্ধ্যায় পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওনার জ্বর, সর্দি, কাশি আছে। তবে শ্বাসকষ্ট নেই। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। আমাদের সঙ্গে চিকিৎসকদের কথাবার্তা চলছে। চিকিৎসকেরা পরামর্শ দিলে আমরা তাঁকে সিএমএইচে স্থানান্তর করব।’
এর আগে উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার বিকেলে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন।
আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল কমলগঞ্জ) থেকে পরপর ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক চিফ হুইপ ও বর্তমান অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।