সাঁথিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোকলেছুর রহমান।
সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোকলেছুর রহমান।

পাবনার সাঁথিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোকলেছুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁর নিজ গ্রাম উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রাম থেকে আগের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই সাঁথিয়া পৌর জামায়াতের আমির আবদুস ছাত্তারের মালিকানাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই সময় সেখানে জামায়াত-শিবিরের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী সরকার উৎখাতের গোপন পরিকল্পনা করছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই সময় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত হিসেবে আরও কয়েকজনের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমানের নামও জানা যায়। ফলে ওই সময় হওয়া মামলায় আসামি হিসেবে তাঁর নামও যুক্ত হয়। কিন্তু তিনি এত দিন এলাকার বাইরে অবস্থান করায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। শেষ পর্যন্ত এলাকায় আসার খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মোকলেছুর রহমান জামায়াতের মনোনয়নে ২০১৪ সালে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।