সাঁতরে সুগন্ধা পাড়ি দিয়ে নিজের জীবন বাঁচিয়েছিলেন সঞ্জীব

সঞ্জীব চন্দ্র হাওলাদার
ছবি: প্রথম আলো

গত বৃহস্পতিবার রাতে সঞ্জীব চন্দ্র হাওলাদার ঢাকা থেকে বরগুনায় ফিরছিলেন। অভিযান-১০ লঞ্চের দোতলার বারান্দায় বসে ছিলেন তিনি। এ সময় লঞ্চে বিকট শব্দ হয়। সঞ্জীব পেছন ফিরে দেখেন আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই যেন আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ল।

এ সময় ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়ে। দ্রুতই আগুন তাঁর কাছাকাছি আসতে শুরু করে। সঞ্জীব তখন দিশেহারা হয়ে করণীয় ভাবছিলেন। এরপরই নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই রাতে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সঞ্জীব। তিনি পাথরঘাটা মানিকখালী রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বামনা উপজেলার কাটাচিরা গ্রামের বাসিন্দা। লঞ্চে অগ্নিকাণ্ডের পর সাঁতরে নিজের জীবন বাঁচানোর গল্প প্রথম আলোকে জানিয়েছেন তিনি।

এরপর নদীর তীরে থাকা স্থানীয় লোকজন ভোর সোয়া পাঁচটায় সঞ্জীবকে উদ্ধার করে একটি রাস্তার ওপর নিয়ে শুইয়ে দেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

সঞ্জীব বলেন, ‘আনুমানিক রাত সোয়া তিনটার দিকে আমি নদীতে ঝাঁপ দিই। ওই সময় আমার সঙ্গে ১৫ হাজার টাকা ও ২টি মুঠোফোন ছিল। নদীতে কিছুক্ষণ সাঁতার কাটার পর আমার মনে হলো আমি পানিতে তলিয়ে যাচ্ছি। পরে আমার পরনে থাকা কাপড় খুলে ফেলি। এরপরও আমি সাঁতার কাটতে পাছিলাম না। পরে আমার শরীরে থাকা গেঞ্জিও খুলে ফেলি। এরপর আমি কোনোরকমে সাঁতার কাটতে থাকি।’

সঞ্জীব জানান, মাঝনদীতে তাঁর পাশ দিয়ে একটি ট্রলার যাচ্ছিল। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চেয়ে আকুতি করেন। কিন্তু ট্রলারটি তাঁকে সাহায্য না করেই চলে যায়। কিছুক্ষণ পর আরেকটি ট্রলারও একইভাবে তাঁকে পাশ কাটিয়ে চলে যায়। তিনি বলেন, ‘নৌকা যেতে দেখে আবার “বাঁচাও! বাঁচাও!” বলে চিৎকার করি। কিন্তু ওই নৌকার লোকজন আমাকে তীর দেখিয়ে বলে, পাড় খুবই কাছে। তাঁরাও আমাকে আর নৌকায় তোলেননি। এরপর সৃষ্টিকর্তাকে স্মরণ করে নদীতে ভেসে থাকার চেষ্টা করি। একসময় খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরপর কোনোরকমে সাঁতরে তীরের দেখা পাই।’

এরপর নদীর তীরে থাকা স্থানীয় লোকজন ভোর সোয়া পাঁচটায় সঞ্জীবকে উদ্ধার করে একটি রাস্তার ওপর নিয়ে শুইয়ে দেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে তাঁর শরীরে তাপ দিতে শুরু করলে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে।

সঞ্জীব বলেন, ‘ঢাকা থেকে এই লঞ্চে ওঠার সময়ই মন সায় দিচ্ছিল না। আমি খেয়া পার হয়ে লঞ্চে উঠতে চেয়েছিলাম। কিন্তু খেয়ার লোক আমাকে এই লঞ্চে ওঠার পরামর্শ দেন। ওই লোক বলেছিলেন, “এই লঞ্চ বড় আছে, ভালো লঞ্চ।” তবে সদরঘাট ছাড়ার পর থেকে লঞ্চের শব্দটা আমার কাছে ভালো লাগেনি।’

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঝালকাঠি শহরের কাছাকাছি পৌঁছার পর সুগন্ধা নদীতে থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে।