চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় সেরাদের সেরা হওয়ায় সুমাইয়া নাসরিনকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুলা) নাটোর জেলা শাখা। আজ সোমবার বিকেলে নাটোর শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের নেতারা জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাসরিন চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জনের মধ্যে প্রথম স্থান লাভ করেন। তাঁর এই কৃতিত্বের জন্য রুলা নাটোর আজ বিকেলে শহরের সিসিলি চায়নিজ রেস্টুরেন্টে সংবর্ধনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সুমাইয়া নাসরিন তাঁর মা-বাবাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। উপহার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মোহা. ইমদাদুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারসহ অন্য বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার, সাধারণ সম্পাদক মালেক শেখ, রুলা নাটোরের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদকসহ রুলার সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত সুমাইয়ার বাবা সাধারণ বীমা করপোরেশনের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, এই সংবর্ধনা তাঁর মেয়েকে আরও দায়িত্বশীল করবে। অনুষ্ঠানে সুমাইয়া নাসরিনের পাশাপাশি একই পরীক্ষায় উত্তীর্ণ নাটোর আইনজীবী সমিতির সদস্য মো. সাগর আলীকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে এ উপলক্ষে ইফতার অনুষ্ঠান হয়।