চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চা–বাগানের একদল শ্রমিক সজারু শিকার করেছেন। সেই শিকারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভও করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ফেসবুক লাইভটি প্রচার করা হয়। ২৬ মিনিটের ওই ভিডিওতে সজারু শিকার ও মারার কৌশল দেখানো হয়।
ভিডিওটি দেখে জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের চা–বাগান এলাকার একদল শ্রমিক সজারু শিকারের ভিডিওটি ধারণ করেন। চা–শ্রমিক আশু দাশের প্রোফাইল থেকে ফেসবুক লাইভটি প্রচার করা হয়।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চা–বাগানের গহিন পাহাড়ি এলাকায় ফাঁদ পেতে বন্য প্রাণী শিকার করছেন শ্রমিকেরা। শুধু কোদালা চা–বাগান এলাকা নয়, আশপাশের পাহাড়ি বন থেকে হরিণ, শিয়াল, বেজি, কাঠবিড়ালি, বনমোরগ, ঘুঘু, সাদা বক, টিয়া, ডাহুক, গাঙচিলসহ নানা প্রজাতির বন্য প্রাণী ধরা হচ্ছে। কেউ কেউ আবার বন্য প্রাণী শিকার করাকে আলাদা একটি পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে শ্রমিক আশু দাশের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
কোদালা চা–বাগানের ব্যবস্থাপক আবদুল লতিফ বলেন, শ্রমিকদের বন্য প্রাণী শিকারের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে জানা হবে, কারা জড়িত। তারপর তাঁদের ডেকে আনা হবে।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, বন্য প্রাণী শিকারের বিষয়টি তিনি জানেন না। এটি দণ্ডনীয় অপরাধ। সজারু শিকারের বিষয়টি তিনি দেখছেন।