টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র কাউসার আহমেদসহ (১৬) ও পিকআপচালক রফিকুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপচালক ও গতকাল মঙ্গলবার কালিয়ান এলাকায় স্কুলছাত্র নিহত হয়।
নিহত স্কুলছাত্র উপজেলার কালিয়ান গ্রামের বেলু মিয়ার ছেলে ও কালিয়ান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে নিহত পিকআপচালক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাঙতা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, বুধবার ভোরে ঢাকা থেকে উপজেলার কুতুবপুর কলার হাটে আসার জন্য একটি পিকআপ বোয়ালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে পিকআপচালক রফিকুল নিহত হন। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা ব্যবসায়ী সিরাজ মিয়া (৪৫) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেন আরও জানান, গতকাল সখীপুর থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) কালিয়ান দুয়ানীপাড়ায় ফেরার পথে কালিয়ান খান পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র কাউসারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।