কুমিল্লা সিটি নির্বাচন

সংসদ সদস্য বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ

আ ক ম বাহাউদ্দিন
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁকে পাঠানো একটি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

ইসির চিঠিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কৌশলে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। ৭ জুন প্রথম আলো ও যুগান্তরে প্রকাশিত সংবাদে দেখা যায়, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন অত্যন্ত সুকৌশলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬–এর ২২ বিধির লঙ্ঘন। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্থানীয়ভাবে তদন্ত করানো হয়। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে এই সংসদ সদস্যকে অবিলম্বে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসি।

১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কাজে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত।

আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে যাবেন এবং ভোট শেষে ভোটকেন্দ্র ত্যাগ করবেন।