শ্রীমঙ্গলে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গান্ধীছড়া চা–বাগান এলাকায়
ছবি: শিমুল তরফদার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গান্ধীছড়া চা–বাগানে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছেন উদ্দীপ্ত তারুণ্য নামের একটি সংগঠনের সদস্যরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, বীর মুক্তিযোদ্ধা টিপড়া উরিয়া, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, ছড়াকার সজল দাশ, উদ্দীপ্ত তারুণ্যের প্রধান সমন্বয়ক হৃদয় দাশ শুভ, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার।

অবিনাশ আচার্য বলেন, ‘শ্রীমঙ্গলে প্রচুর শীত পড়ে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শ্রীমঙ্গলে অতি দরিদ্র মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করায় তাদের সাধুবাদ জানাই। এই বাগানে না আসলে বুঝতে পারতাম না, তারা কতটা সুবিধাবঞ্চিত। প্রথম আলো সব সময়ই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে। আজকেও পাশে দাঁড়িয়েছে।’

কম্বল হাতে শীতার্ত মানুষেরা। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গান্ধীছড়া চা–বাগান এলাকায়

কম্বল পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গান্ধীছড়া চা–বাগানের নারী চা–শ্রমিক সুরতি নায়েক। তিনি বলেন, ‘আমে (আমরা) চা শরমিক (শ্রমিক), আমে বড় কষ্টে জীবন যাপন করুতু। এত এত মেম্বার-চেয়ারম্যান হউছি, আমে কিছি পাউনু। তুমে (তোমরা) আমনাগি এই কম্বল আনুছি, হামে বেজান খুশি হেইছু। আমে তমে লাগি আশীর্বাদ করুছু।’

** শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশ নম্বর: ০১৭১৩-০৬৭৫৭৬