মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাবির মুঠোফোন ভাঙা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার মির্জাপুর চা-বাগানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রঞ্জিত কয়রা (২৮)। এ ঘটনায় নিহত রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত কয়রাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক রাতে প্রথম আলোকে বলেন, রঞ্জিত কয়রার স্ত্রী মুঠোফোনে স্পিকার লাগিয়ে উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। গানে বিরক্ত হয়ে তাঁর দেবর সঞ্জিত বারবার বলার পরও তাঁর ভাবি গান বন্ধ না করায় সঞ্জিত ভাবির মুঠোফোন ভেঙে ফেলেন। বিকেলবেলা বাড়িতে ফিরে স্ত্রীর কাছ থেকে এ ঘটনা শুনে ছোট ভাইয়ের সঙ্গে রঞ্জিতের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে ছোট ভাই সঞ্জিত দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুত্ব আহত করেন। আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রঞ্জিত কয়রার স্ত্রী মুঠোফোনে স্পিকার লাগিয়ে উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। ছোট ভাই সঞ্জিত কয়রার গানে বিরক্তি থেকে ঘটনার সূত্রপাত।
ওসি বলেন, এ ঘটনায় লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সঞ্জিত কয়রা ঘটনার দায় স্বীকার করেছেন। তাঁকে মৌলভীবাজার আদালতে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে।