মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন করে ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।উপজেলায় এক দিনে এত সংখ্যক শনাক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।অবশ্য এই ১৮ জনের মধ্যে গত ২৭ মে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা বিকাশ দত্তও রয়েছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম।
ইউএনও নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাতে নমুনা পরীক্ষার ওই প্রতিবেদন আসে।কোভিড–১৯ আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হচ্ছে। গত ২৭ ও ২৮ মে ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে শ্রীমঙ্গলে ১২ জন কোভিড–১৯ এ আক্রান্ত হয়।তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন।মারা গেছেন একজন।