গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙুন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় ও সড়ক কেটে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে সড়ক আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর আদালত পরিচালনা করা হয়।
জরিমানা করা ব্যক্তির নাম মো. ইব্রাহিম। তিনি বরমী এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা বিক্রি করছিল একটি চক্র। মাটি কাটার কাজে সংশ্লিষ্ট থাকায় মো. ইব্রাহিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নদীর পাশে সড়কের কিছু অংশ কেটে ফেলেছিল চক্রটি। ওই অংশ আগামী দুই দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে ফারজানা নাসরিন প্রথম আলোকে বলেন, নদীর পাড়ে ও সড়কে মাটি কাটার অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।