গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দিনে সর্বোচ্চ ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমিত ব্যক্তিদের বেশির ভাগই উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিক। আজ সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম প্রথম আলোকে জানান, ২ জুন এই উপজেলা থেকে ৯১ জনের করোনা পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে ঢাকায় ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফলে ২৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমিত ২৯ জনের বেশির ভাগ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিক। তবে তাঁদের কারোরই শারীরিক অবস্থা খারাপ নয়। তাই প্রত্যেককে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা চলবে।
চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম জানান, শ্রীপুর উপজেলায় এ পর্যন্ত ১৫২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে নমুনা পাঠানোর পর পরীক্ষার ফল আসতে বেশ দেরি হচ্ছে। গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হলে দুই দিনের মধ্যেই ফলাফল পাওয়া সম্ভব হবে।