মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পুরোনো ফেরিঘাট ও বেজগাঁও যাত্রীছাউনির সামনে এ দুটি দুর্ঘটনা ঘটে।
আজ সকালে উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) শ্রীনগর পুরোনো ফেরিঘাট এলাকায় অজ্ঞাত গাড়ি বাইসাইকেল আরোহী আলমগীর আলমকে (৩৮) চাপা দেয়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আলমগীর পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান জানান, মৃত আলমগীরের পরিবারের লোকজন হাঁসাড়া হাইওয়ে থানা–পুলিশের কাছ থেকে লাশটি বুঝে নিয়েছেন।
এদিকে আজ বেলা একটার দিকে মহাসড়কের বেজগাঁও যাত্রীছাউনির সামনে মাওয়াগামী যাত্রীবাহী বাস গাংচিল পরিবহনকে স্বাধীন এক্সপ্রেসের যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাংচিল পরিবহনের যাত্রী মো. সুমন (১৫) গুরুতর আহত হয়। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত কিশোরকে উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহে আলম জানান, আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার আমিনবাজার এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে।
হাঁসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল বলেন, সড়ক থেকে বাস দুটি সরানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।