ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে শ্যামলী রিং রোড এলাকায় ২৯ নম্বর ওয়ার্ডে বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ইভিএম মেশিন। আজ শনিবার ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরই ওই কেন্দ্রের আটটি মেশিনের মধ্যে পাঁচটি কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়ে যায়।
ভোট গ্রহণের কাজে নিযুক্ত ব্যক্তিরা ইভিএম মেশিন ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন। ভোট গ্রহণ বন্ধ থাকার সময় আবদুল করিম নামের এক ভোটার বলেন, এই প্রস্তুতি তো আগেই রাখা উচিত ছিল। এখন ভোটাররা কেন দাঁড়িয়ে থাকবে।
ভোট গ্রহণ শুরু হওয়ার পর ৩ নম্বর বুথে ভোট দিয়ে এক ভোটার বলেন, বিষয়টা সহজ। দেড় মিনিট লেগেছে ভোট দিতে।
এই কেন্দ্রে কোনো বুথে বিএনপির এজেন্ট দেখা যায়নি। ৮ নম্বর বুথ থেকে বেরিয়ে একজন ভোটার পছন্দের মেয়র প্রার্থীকে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেন।
ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সলিমউল্লাহর (ঘুড়ি প্রতীক) এজেন্ট ঢোকানো নিয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এজেন্ট ওই সময় চলে যান। পরে আবার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়।