বরিশালের বাকেরগঞ্জে এক নারী শ্বাসকষ্ট, সর্দি, মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সতর্কতা হিসেবে তাঁর বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিব আহমেদ জানান, ওই এলাকার ৪৭ বছর বয়সী এক নারী শ্বাসকষ্ট, সর্দি, মাথাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে আসেন। এরপর তাঁরা তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করেন। পাশাপাশি ওই নারীর করোনা শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষভাবে সতর্কতার জন্য ওই নারীর বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এদিকে বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৬৯ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৩ হাজার ১৪৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে আজ পর্যন্ত মোট ২ হাজার ৯৬৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।