ঝিনাইদহ শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
শাওন শিকদার উপজেলার হাকিমপুর ইউনিয়নের নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ২৮ নভেম্বর একই ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।
শাওন শিকদার ২৮ নভেম্বর বিপ্রবগদিয়া গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়।