শৈলকুপায় এক কেন্দ্রে মারামারি, আরেক কেন্দ্রে গাড়ি ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় ভোটগ্রহণের সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খানের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুরে ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
 প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। তবে একটি কেন্দ্রে দুই মেয়র পদপ্রার্থী সমর্থকদের মধ্যে মারামারি ও অপর কেন্দ্রে মেয়র পদপ্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী তৈয়বুর রহমান খান কেন্দ্রের বাইরে গাড়ি রেখে ভেতরে যান। এ সময় পেছন থেকে কয়েকজন তাঁর গাড়িটি ভাঙচুর করে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মেয়র পদপ্রার্থী তৈয়বুর রহমান খানের গাড়ি ভাঙচুরের খবর পেয়ে দ্রুত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তৈয়বুর রহমান খান ওই কেন্দ্র ছেড়ে অন্য কেন্দ্রে যান।

বেলা পৌনে ১১টায় পৌরসভা এলাকার খালকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়। এতে আলা উদ্দিন (৪৫) নামের একজন আহত হয়েছেন। তাঁকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শৈলকুপা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের নানাভাবে ভয় দেখিয়ে ফেরত পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।

লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে ১৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

এদিকে চতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহি মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ ঠিক আছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।

এর আগে সকাল ৮টা থেকে শৈলকুপা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা সারিবদ্ধভাবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট দিচ্ছেন। মেয়র পদের বিপরীতে চারজন, আটটি সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩২ জন ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খানের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ১৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। অবশ্য এখানকার ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে সব কটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরজ কুমার নাথ বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আশা করছেন এই পরিবেশেই ভোট গ্রহণ শেষ হবে।

প্রসঙ্গত, ভোটের দুদিন আগে এক কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও আরেক কাউন্সিলর প্রার্থীর ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।