খুলনায় বিএনপিকে গণসমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকাল থেকে সেখানে চলছে মঞ্চ তৈরির কাজ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান জানান, প্রথমে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিলেন। ওই হিসেবে দলের পক্ষ থেকে জোর প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু গত সোমবার শোনা যায়, একই স্থানে সমাবেশ করার জন্য আবেদন করেছে স্থানীয় যুবলীগ। পরে ওই স্থানে কোনো পক্ষকেই সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
আমির এজাজ খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে ডুমুরিয়ার কৈয়া এলাকায় সমাবেশ করার জন্য বলা হয়েছিল। কিন্তু সেখানে কোনো ভালো জায়গা না থাকায় খর্ণিয়া বাজারের গরুর হাটে সমাবেশ করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সেখানেও সমাবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। শেষ মুহূর্তে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গুটুদিয়া মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে। এখন সেখানে তড়িঘড়ি করে মঞ্চ তৈরির কাজ চলছে। দুপুর সাড়ে ১২টা থেকে সমাবেশ শুরুর কথা।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবিতে যৌথভাবে ওই গণসমাবেশের আয়োজন করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। জেলার বাইরে এটাই প্রথম দলটির সবচেয়ে বড় সমাবেশের আয়োজন। ওই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান ও খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। সভাপতিত্ব করবেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান।